Solution
Correct Answer: Option A
- সাধারণ অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের (Internal Combustion Engine) তাপ কার্যকারিতা বা থার্মাল এফিশিয়েন্সি প্রায় ২৫% হয়।
- অর্থাৎ, ইঞ্জিনে সরবরাহ করা মোট তাপ শক্তির মাত্র ২৫% কার্যকরী কাজের জন্য ব্যবহার করা হয়, বাকি তাপ শক্তি বর্জ্য তাপ হিসেবে নষ্ট হয়ে যায়।