Solution
Correct Answer: Option A
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ''চাঁদের অমাবস্যা'' (১৯৪৬) মনোসমীক্ষণমূলক উপন্যাস। সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।
তাঁর রচিত নাটকঃ
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানের মৃত্যু