ম্যাচিয়াস সিলদ্বীপ কোন দুই দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত?

A  কানাডা এবং যুক্তরাজ্য 

B যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো 

C কানাডা এবং যুক্তরাষ্ট্র 

D যুক্তরাজ্য এবং ফ্রান্স

Solution

Correct Answer: Option C

- ম্যাচিয়াস সিলদ্বীপ (Machias Seal Island) হল একটি ছোট দ্বীপ যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দ্বীপটি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত।

- এটি কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত।

- দ্বীপটির আয়তন মাত্র ২০ একর (৮ হেক্টর) এবং এটি নিউ ব্রান্সউইকের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions