Solution
Correct Answer: Option A
- যথোপযুক্ত শব্দটি একটি সন্ধিজাত শব্দ, যা গঠিত হয়েছে যথ + উপযুক্ত = যথোপযুক্ত।
- সন্ধির নিয়ম অনুসারে, অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয় এবং এই 'ও'-কার পূর্ব বর্ণে যুক্ত হয় (যেমন- যথা + উপযুক্ত > থ + আ + উ = থো)।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘যথোপযুক্ত’ বানানটিই ব্যকরণগতভাবে একমাত্র শুদ্ধ রূপ।
- অন্য অপশনগুলো যেমন- 'যথপযুক্ত', 'যথাউপযুক্ত' কিংবা 'যথাপযুক্ত' সন্ধির নিয়মানুসারে গঠিত হয়নি তাই এগুলো ভুল।