Solution
Correct Answer: Option B
- ইংরেজি ব্যাকরণের Gender অধ্যায়ে পুংলিঙ্গ (Masculine) থেকে স্ত্রীলিঙ্গ (Feminine) পরিবর্তনের নির্দিষ্ট নিয়ম থাকে।
- Duke একটি অভিজাত বা রাজকীয় উপাধি, যার অর্থ ডিউক বা শাসক, এটি একটি পুংলিঙ্গ শব্দ।
- এই শব্দটির নির্দিষ্ট স্ত্রীলিঙ্গ রূপ হলো Duchess (ডাচেস)।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Duck’ হলো পাতিহাঁস (স্ত্রীলিঙ্গ), যার পুংলিঙ্গ হলো Drake।