দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন কোনটি ?

A ব্রেটউডস সম্মেলন

B তেহেরান সম্মেলন

C ইয়াল্টা সম্মেলন

D পটসডাম সম্মেলন

Solution

Correct Answer: Option B

- তেহেরান সম্মেলন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময়ে মিত্র বাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন।
- তেহেরান সম্মেলন ১৯৪৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ইয়াল্টা সম্মেলন ৪-১১ ফেব্রয়ারি, ১৯৪৫ সালে এবং পটসডাম সম্মেলন ১৭ জুলাই, ২ আগস্ট ১৯৪৫ সালে অনুষ্ঠিত হয়।
- বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় ঠিক করতে বিশ্ব নেতৃবৃন্দ এই ৩ টি সম্মেলন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions