The glass contains ... drinking water.
Solution
Correct Answer: Option B
- এখানে Water (পানি) একটি Uncountable Noun।
- Uncountable noun বা গণনা করা যায় না এমন বিশেষ্য পদের আগে সংখ্যাবাচক শব্দ যেমন- many, a few, several বসানো যায় না।
- এখানে অপশনগুলোর মধ্যে many (অনেক), a few (অল্প কিছু), several (কয়েকটি) শব্দগুলো সাধারণত Countable Noun বা গণনা করা যায় এমন বিশেষ্যের পূর্বে ব্যবহৃত হয়।
- অন্যদিকে, A little (অল্প পরিমাণ) শব্দটি শুধুমাত্র Uncountable Noun এর পূর্বে ব্যবহৃত হয়।
- তাই ব্যাকরণগতভাবে বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'a little'।