The question tag of “Let’s go out for a walk”.
Solution
Correct Answer: Option A
- কোনো বাক্যের শুরুতে যদি Let's বা Let us থাকে, তবে তার Tag Question সর্বদা Shall we? হয়।
- এখানে বাক্যটি "Let’s go out for a walk" দ্বারা শুরু হয়েছে, যা একটি প্রস্তাব বা অনুরোধ বুঝিয়েছে।
- তাই নিয়ম অনুযায়ী এই বাক্যের সঠিক Question Tag হবে "Shall we?"।
- অন্য অপশনগুলো যেমন Shan’t we, Let we? বা Let not we? ব্যাকরণগতভাবে এই ক্ষেত্রে বা tag question-এর নিয়মে সঠিক নয়।