Solution
Correct Answer: Option A
- লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আযম।
- তিনি ১৬৭৮ খ্রিষ্টাব্দে ঢাকার সুবাদার থাকাকালীন এই ঐতিহাসিক কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন।
- শাহজাদা আযম কেল্লার কাজ সম্পূর্ণ করার আগেই দিল্লি ফিরে যান, ফলে এরপর কেল্লার অবশিষ্ট কাজ সম্পন্ন করেন সুবাদার শায়েস্তা খান।
- তবে ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা পরী বিবি (ইরান দুখত) মারা গেলে তাকে এই কেল্লার মাঝখানে সমাহিত করা হয় এবং শায়েস্তা খান কেল্লাটিকে অপয়া মনে করে এর নির্মাণকাজ বন্ধ করে দেন।
- মুঘল স্থাপত্যশৈলীর অসামান্য নিদর্শন এই কেল্লাটি বাংলাদেশের ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।