Solution
Correct Answer: Option B
আমরা জানি, যেকোনো জ্যামিতিক চিত্রের সকল বাহুর বা সীমানার যোগফলকে তার পরিসীমা (Perimeter) বলে।
ধরি, একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b, c এবং d।
সুতরাং, বাংলাদেশী পাঠ্যপুস্তকের নিয়ম অনুযায়ী চতুর্ভুজটির পরিসীমা হবে = (a + b + c + d) একক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
* কর্ণ: চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশকে কর্ণ বলে। এটি বাহুর সমষ্টি নয়।
* ক্ষেত্রফল: চতুর্ভুজ দ্বারা আবদ্ধ সমতল পৃষ্ঠের পরিমাপকে ক্ষেত্রফল বলে।
* আয়তন: চতুর্ভুজ একটি দ্বিমাত্রিক (2D) আকৃতি, এর কোনো আয়তন নেই। কেবল ত্রিমাত্রিক (3D) বস্তুর আয়তন থাকে।
অতএব, চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে পরিসীমা বলা হয়।
শর্টকাট টেকনিক:
যেকোনো বহুভুজের (ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি) বাইরের দিকের বাউন্ডারি বা সীমানার মোট দৈর্ঘ্যই হলো পরিসীমা। মনে রাখবেন: "পরি" অর্থ চারপাশ এবং "সীমা" অর্থ সীমানা। অর্থাৎ চারপাশের সীমানার যোগফলই পরিসীমা।