৫টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কত মিনিট পর তারা একত্রে বাজবে?
Solution
Correct Answer: Option B
৫, ১০, ১৫, ২০ ও ২৫ এর লসাগু:
৫ | ৫, ১০, ১৫, ২০, ২৫
---------------------
২ | ১, ২, ৩, ৪, ৫
---------------------
১, ১, ৩, ২, ৫
সুতরাং, নির্ণেয় লসাগু = ৫ × ২ × ৩ × ২ × ৫ = ৩০০
অর্থাৎ, ৩০০ সেকেন্ড পর ঘণ্টাগুলো একত্রে বাজবে।
আমরা জানি, ৬০ সেকেন্ড = ১ মিনিট
∴ ৩০০ সেকেন্ড = ৩০০ ÷ ৬০ = ৫ মিনিট।
উত্তর: ৫ মিনিট।