● পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম: আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।
জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
- বালুচর,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী,
- রাখালী,
- ধানক্ষেত, ইত্যাদি।
অন্যদিকে, ‘নিমন্ত্রণ’, আসমানী’, ‘রাখাল ছেলে', ‘মুসাফির’, ‘চাষার ছেলে’, ‘পল্লীজননী জসীমউদ্দীনের কবিতা।