কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়?

A তুরস্ক

B ইতালি

C ইংল্যান্ড

D সুইডেন

Solution

Correct Answer: Option C

ইংল্যান্ড কোনো সার্বভৌম দেশ নয়। যুক্তরাজ্যের (United Kingdom) একটি অংশ মাত্র। ন্যাটোর সদস্য হলো United Kingdom of Great Britain and Northern Ireland (সংক্ষেপে UK), ইংল্যান্ড নয়।

- সুইডেন ৭ মার্চ ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর ৩২তম সদস্য হিসেবে যোগদান করে।
- তুরস্ক, ইতালি  ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য বা বহু আগে থেকেই সদস্যপদ লাভ করেছে।
- ন্যাটোর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization (NATO), যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যাটোর মোট সদস্য সংখ্যা ৩২টি
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions