- ১৯৭০ সালে মার্চ মাসে বাংলার সাড়ে সাতকোটি বাঙালির বঞ্চনা -দুর্দশা আর স্বপ্ন -আকাঙ্ক্ষাকে ছন্দময় করে দেশাত্মবোধক 'জয় বাংলা বাংলার জয়' গানটির রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ এবং এর শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার ।
- এ গানটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয় ।
- গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন।
- তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।
- তিন মারা গেছেন ৪ সেপ্টেম্বর, ২০২২।
তার জনপ্রিয় গানগুলো জেনে নিবেন, যেকোন চাকরির পরীক্ষায় আসার সম্ভবনা অনেক বেশিঃ
- জয় বাংলা বাংলার জয়,
- একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁয়,
- একতারা তুই দেশের কথা বলরে এবার বল,
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার,
- আকাশের হাতে আছে এক রাশ নীল,
- ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না,
- এই মন তোমাকে দিলাম,
- গানেরই খাতায় স্বরলিপি লিখে,
- চোখ যে মনের কথা বলে,
- নীল আকাশের নিচে।