কোন বাগধারাটি দিয়ে আগ্রহ বুঝায়?
A মাথা খাওয়া
B মাথা দেওয়া
C মাথা ব্যথা
D হাতে হাতে
Solution
Correct Answer: Option C
• 'মাথা' সম্পর্কিত বাগধারার অর্থ-
মাথা কাটা যাওয়া - সম্মানহানী
মাথা ঘামানো - দায়িত্ব নেয়া/ভাবনা করা
মাথা ব্যথা - আগ্রহ
মাথা খাটানো - বুদ্ধি খাটানো
মাথা খাওয়া - সর্বনাশ করা
মাথায় হাত দেয়া - ফাঁকি দেয়া
মাথা হেট করা - লজ্জায় মাথা নিচু করা ।