ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Solution
Correct Answer: Option D
মনেকরি,
বিক্রয়মূল্য x টাকা
তাহলে, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা
এখন,
2x টাকায় ক্ষতি হয় x টাকা
1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা