বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
Solution
Correct Answer: Option A
- জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক' (১৯২৭)।
- এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন।
- এ কাব্যের মাধ্যমে তিনি নামের শেষে দাশগুপ্ত এর পরিবর্তে দাশ ব্যবহার করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- 'বনফুল' (১৮৮০),
- 'পূরবী' (১৯২৫),
- 'শ্যামলী' (১৯৩৬)।