'তিনি ব্যাকরণে পণ্ডিত' এ বাক্যে 'ব্যাকরণে' কোন কারক ও কোন বিভক্তি ?

A অধিকরণ কারকে সপ্তমী

B সম্প্রদান কারকে সপ্তমী

C অপাদান কারকে দ্বিতীয়া

D কর্মকারকে সপ্তমী

Solution

Correct Answer: Option A

প্রথাগত ব্যাকরণ অনুসারে, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে । যেমনঃ ছেলেরা মাঠে খেলে । ছাত্রীরা পাঠাগারে পড়ে । বাক্যে যে পদে ক্রিয়ার আধারকে বোঝায় তাকে বলে অধিকরণ কারক । 
ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে- এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায় । যেমনঃ পড়ুয়ারা ক্লাসে পড়ে । কোথায় পড়ে? ক্লাসে অর্থাৎ ক্লাসের মধ্যে । তাই ক্লাসে অধিকরণ কারক । তারা সকালে পড়ে । কখন পড়ে ? সকালে । 'সকালে' হলো অধিকরণ কারক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions