Solution
Correct Answer: Option A
যে পদ বিশেষ্য , সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষ পদ বলে । যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে বলে।
যেমনঃ 'চৌকষ লোক; দক্ষ কারিগর।
এখানে'চৌকষ' ও 'দক্ষ' গুণবাচক বিশেষণ ।
- নীল আকাশ (রূপবাচক বিশেষণ);
- কালো মেঘ (রূপবাচক বিশেষণ ) ।