'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
A বিকৃত
B অভাব
C বিপরীত
D স্থানান্তর
Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা (২১টি), তৎসম বা সংস্কৃত (২০টি) ও বিদেশি উপসর্গ। সংস্কৃত 'অপ' উপসর্গ যোগে গঠিত 'অপমান' শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।