Solution
Correct Answer: Option B
মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক 'কবর' । তাঁর রচিত আরও কয়েকটি নাটক— রক্তাক্ত প্রান্তর, চিঠি, কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা। উল্লেখ্য, 'কবর' নামে জসীমউদ্দীন কবিতা রচনা করেন যা তার 'রাখালী' কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।