A যে উপকারীর অপকার করে
B যে উপকারীর উপকার করে না
C যে উপকারীর উপকার স্বীকার করে না
D যে উপকারীর উপকার ভুলে যায়
Solution
Correct Answer: Option A
যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন;
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ;
উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ;
মাথা নিয়ে কিছু বাগধারাঃ
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ।
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল ।
- মাথা খাওয়া = শপথ করা।
- মাথা ঘামানো = ভাবনা করা ৷