Solution
Correct Answer: Option D
- বাংলা একাডেমির বর্ধমান হাউসের দোতালায় রয়েছে ভাষা আন্দোলন জাদুঘর।
- ২০১০ সালের ১ ফেব্রুয়ারি এ জাদুঘরের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- চারটি কক্ষ নিয়ে সাজানো এ জাদুঘরে ভাষা আন্দোলনের নানা নিদর্শন রাখা হয়েছে।
- জাদুঘরের নিদর্শনগুলো মধ্যে আছে - ভাষা আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট, ঘটনাবলি-সম্পর্কিত বিভিন্ন লেখকের বইয়ের প্রচ্ছদ, বিভিন্ন রচনার অংশ বিশেষ, ছবি ও তৎকালীন প্রকাশিত বিভিন্ন পত্রিকার সংখ্যা।
- এর মধ্যে প্রথম কক্ষে ১৫টি বইয়ের প্রচ্ছদ এবং ৪১টি ছবি রয়েছে ক্যাপশনসহ।
- ২ নম্বর কক্ষে ক্যাপসন ছাড়া একটি ছবি রয়েছে।
- এ জাদুঘরের অধিকাংশ আলোকচিত্র অধ্যাপক রফিকুল ইমলামের সংগ্রহ থেকে নেয়া।
- মধ্যযুগের কবি আবদুল হাকিম রচিত নূরনামার পঙ্তিমালা, বাংলা ভাষার ওপর ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত ও অতুল প্রসাদ সেনের কবিতা, ১৯৫৬ সালে শিল্পী হামিদুর রহমান প্রণীত কেন্দ্রীয় শহীদ মিনারের আদি নকশা, বর্তমান শহীদ মিনারের ভিত্তিপ্রস্তুর স্থাপনের দৃশ্য, মাতৃভাষার সপক্ষে প্রথম প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, রবীন্দ্রনাথের আলোকচিত্র, তৎকালীন কিছু পত্রিকার বিশেষ সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে সংগ্রামী শির্ক্ষাথীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, শিক্ষার্থীদের মিছিল, ইডেন কলেজের মেয়েদের প্রথম তৈরি শহীদ মিনার, কবি মাহবুব উল আলম চৌধুরী রচিত একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছিসহ অসংখ্য আলোকচিত্র।