লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়?
A ব্যাপন
B অন্তঃঅভিস্রবণ
C বহিঃঅভিস্রবণ
D ইমবাইবিশন
Solution
Correct Answer: Option C
যে অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক কোষের ভেতর থেকে কোষের বাইরে গমন করে, তাকে বহিঃঅভিস্রবণ বলে। লবণের দ্রবণে আঙ্গুর ডুবিয়ে রাখলে তা চুপসে যায় বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায়।