কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংঘটিত হয়?
A পাল
B সেন
C মুঘল
D ইংরেজ
Solution
Correct Answer: Option A
কৈবর্ত বিদ্রোহ পাল রাজা দ্বিতীয় মহিপালের (১০৭৫- ১০৮০) রাজত্বকালে সংঘটিত হয়। এ বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল কৈবর্ত প্রধান দিব্যের অধিকারে চলে যায়। এ বিদ্রোহ বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত।