ভাসানচর কোন জেলায় অবস্থিত?
A চট্টগ্রাম
B ভোলা
C নোয়াখালী
D কক্সবাজার
Solution
Correct Answer: Option C
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ‘ঠেঙ্গার চর’ ও ‘জালিয়ার চর’ এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর।
- বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি.মি.)।