সিরিয়া কবে রাসায়নিক অস্ত্র চুক্তিতে (CWC) যোগ দেয়?

A ২০০৫

B ২০১০

C ২০১৩

D ২০১৫

Solution

Correct Answer: Option C

সিরিয়া ১৪ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে জাতিসংঘের মহাসচিবের কাছে CWC-তে যোগদানের দলিল জমা দেয়। ১৪ অক্টোবর, ২০১৩ তারিখে সিরিয়ার জন্য CWC কার্যকর হয়। এর ফলে সিরিয়া CWC-এর ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।

- রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে।
- ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি ১৯৯৭ সাল থেকে কার্যকর করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions