একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে । মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পশ করে । মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দুরত্ব কত মিটার?

A    ৩০ মিটার

B    ২৫ মিটার

C    ২০ মিটার

D    ১০ মিটার

Solution

Correct Answer: Option A

 

যদি, দেয়াল হতে অপর প্রান্তের দূরত হয় ক। তবে,

পিথাগরাসের সূত্র মতে,

৫০২ = ৪০২ + ক২

ক২ = ৫০২ - ৪০২

ক২ = ২৫০০ - ১৬০০

ক২ = ৯০০

ক = √৯০০ = ৩০৯০০

ক =

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions