একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সে.মি. হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
Solution
Correct Answer: Option C
ঘনকের ধার a হলে,
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2
প্রশ্নানুসারে,
6a2 = 2400
বা, a2 = 2400/6
বা, a2 = 400
a = 20
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a সে.মি.
= 20√3 সে.মি.