ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমার ______।
A তুলনায় ক্ষুদ্রতর
B তুলনায় বৃহত্তর
C সমান
D অসমান
Solution
Correct Answer: Option A
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর।
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলা হয়।
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকে ত্রিভুজের উচ্চতা বলা হয়।