কোন দেশে এক সপ্তাহে ৩ বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে?
A পেরু
B বলিভিয়া
C লিবিয়া
D ভেনেজুয়েলা
Solution
Correct Answer: Option A
- ৯ নভেম্বর ২০২০ পেরুর বিরোধী দলীয় নিয়ন্ত্রণাধীন কংগ্রেসে দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা।
- এরপর ১০ নভেম্বর ২০২০ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন স্পিকার ম্যানুয়েল মেরিনো।
- ভিসকারার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরু জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।
- এই বিক্ষোভে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পুলিশি ক্ষমতা প্রয়োগ করলে পরিস্থিতি উল্টে গিয়ে প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়।
- এরপর ১৭ নভেম্বর ২০২০ নতুন করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন ফ্রান্সিসকো সাগাস্তি।
- ফলে এক সপ্তাহে তিনবার প্রেসিডেন্ট বদল হয়।
- পেরুর বর্তমান ৬৪তম রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে।