URL শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত?

A ওয়েবসাইট

B মনিটর

C স্ক্রিন

D কিবোর্ড

Solution

Correct Answer: Option A

- URL- এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator.
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা।
 -পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
- প্রতিটি URL- এ থাকে ওয়েব প্রটোকল, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি/ ফোল্ডারের নাম এবং html ফাইল নাম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions