যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
Solution
Correct Answer: Option C
কার্পেটের ক্ষেত্রফল= (১২x৯) বা ১০৮ বর্গফুট
ধরি, মেঝের ক্ষেত্রফল= X বর্গফুট
শর্তমতে,
৬০% এর X= ১০৮
⟹ X= (১০৮x১০০)/ ৬০
∴ মেঝের ক্ষেত্রফল= ১৮০ বর্গফুট