পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন- সাহিত্যে বিশারদ= সাহিত্যবিশারদ, গাছপাকা = গাছে পাকা, দানবীর = দানে বীর, পুথিগত = পুথিতে গত, শ্রুতপূর্ব = পূর্বে শ্রুত, সংখ্যালঘিষ্ঠ = সংখ্যায় লঘিষ্ঠ, তালকানা = তালে কানা, সত্যাগ্রহ = সত্যে আগ্রহ, ভূতপূর্ব = পূর্বে ভূত, অশ্রুতপূর্ব = পূর্বে অশ্রুত, অদৃষ্টপূর্ব = পূর্বে অদৃষ্ট, জনমগ্ন = জলে মগ্ন, অকালপক্ব = অকালে পক্ক