ইরাক-ইরান যুদ্ধের সময় উভয়পক্ষের নিকট অস্ত্র বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র কোন বিদ্রোহী গোষ্টীর সমর্থনে খরচ করেছিল?
Solution
Correct Answer: Option B
স্নায়ুযুদ্ধ চলাকালীন সমাজতন্ত্রের বিরুদ্ধের কাজ করার জন্য যুক্তপ্রাষ্ট্রের ৪০ তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সরকারের প্রত্যক্ষ মদদ ও অর্থায়নে কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠীটি পরিচালিত হতো। এক কথায় কন্ট্রার বিদ্রোহিদের যাবতীয় কার্যক্রম পরিচালনার অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র সবই প্রদান করা হতো মার্কিন সরকারের ইশারায়।