বিশ্বের প্রথম সিঙ্গেল-ডোজ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ?
Solution
Correct Answer: Option D
- ব্রাজিল বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গেল-ডোজ ডেঙ্গু টিকা ব্যবহারের পথে এগিয়েছে।
- দেশটির বিখ্যাত গবেষণা কেন্দ্র ‘বুটানতান ইনস্টিটিউট’ (Butantan Institute) এই টিকাটি তৈরি করেছে।
- যেখানে বিদ্যমান অন্যান্য টিকা (যেমন: জাপানের কিউডেঙ্গা) দুই বা তিন ডোজের, সেখানে ব্রাজিলের এই টিকাটি মাত্র এক ডোজেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে ট্রায়ালে প্রমাণিত হয়েছে।
- ২০২৫ সাল নাগাদ এই টিকার ব্যাপক প্রয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে।