১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল,
- এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।
কনভেনশন গুলো হলঃ
- প্রথম কনভেনশন : ১৮৬৪ সালে।
- দ্বিতীয় কনভেনশন : ১৯০৬ সালে।
- তৃতীয় কনভেনশন : ১৯২৯ সালে।
- চতুর্থ কনভেনশন : ১৯৪৯ সালে।