জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

A ১৯৪৫

B ১৯৪৭

C ১৯৪৯

D ১৯৫৪

Solution

Correct Answer: Option C

১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়। 
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল, 
- এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।
কনভেনশন গুলো হলঃ 
- প্রথম কনভেনশন : ১৮৬৪ সালে।
- দ্বিতীয় কনভেনশন : ১৯০৬ সালে।
- তৃতীয় কনভেনশন : ১৯২৯ সালে।
- চতুর্থ কনভেনশন : ১৯৪৯ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions