‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
A অলুক দ্বন্দ্ব
B সাধারণ দ্বন্দ্ব
C একশেষ দ্বন্দ্ব
D সমার্থক দ্বন্দ্ব
Solution
Correct Answer: Option B
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- একাধিক পদের মিলন বুঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে।
- যেমন: মা ও বাপ = মা-বাপ; জ্বিন ও পরি= জ্বিন-পরি; ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে।