Solution
Correct Answer: Option C
- যে গেইটের সাহায্যে মৌলিক গেইট (AND, OR, NOT) এবং যেকোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেইট (Universal Gate) বলা হয়।
- NAND এবং NOR উভয়কেই সার্বজনীন গেইট হিসেবে গণ্য করা হয়, কারণ এই দুটি গেইট ব্যবহার করে যেকোনো লজিক গেইট তৈরি করা সম্ভব।
মৌলিক লজিক গেইট:
- AND Gate
- OR Gate
- NOT Gate
সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate
- NOR Gate
এছাড়াও একটি বিশেষ লজিক গেইট আছে:
- Exclusive NOR (XNOR) Gate
- তবে এটি সার্বজনীন গেইটের মধ্যে পড়ে না।