একটি ১০০ ওয়াটের বাতির রোধ ৬০ ওয়াটের বাতির রোধের তুলনায় কী -

A কম

B বেশি

C সমান

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- 100 ওয়াটের বাতির রোধ 60 ওয়াটের বাতির রোধের চেয়ে কম হয়।
কারণ:
- ক্ষমতা (P) = ভোল্টেজ² (V²) / রোধ (R)
- একই ভোল্টেজে, বেশি ওয়াটের বাতি বেশি কারেন্ট টানে। 
- বেশি কারেন্ট প্রবাহের জন্য কম রোধ প্রয়োজন। 

তাই, বেশি ওয়াটের (100W) বাতির রোধ কম ওয়াটের (60W) বাতির চেয়ে কম হয়।

মনে রাখবেন: ওয়াট বেশি = রোধ কম। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions