The Public Expenditure Framework of Bangladesh is mostly focused on-
A Food subsidies and defense
B infrastructure, health and education
C Regional aid to SAARC countries
D Climate change diplomacy
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের সরকারি ব্যয়ের কাঠামো বা Public Expenditure Framework মূলত তিনটি প্রধান খাতকে কেন্দ্র করে পরিচালিত হয়: infrastructure (অবকাঠামো), health (স্বাস্থ্য) এবং education (শিক্ষা)।
এর কারণগুলো হলো:
* অবকাঠামো উন্নয়ন (Infrastructure Development): দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎকেন্দ্র, বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (Annual Development Programme - ADP) সিংহভাগ বরাদ্দ এই খাতেই ব্যয় হয়।
* মানবসম্পদ উন্নয়ন (Human Capital Development): শিক্ষা ও স্বাস্থ্য খাতকে মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। একটি শিক্ষিত ও সুস্থ জাতি দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDGs) অর্জনের জন্য দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সরকার এই দুটি খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে।