কোন সালে হামাস ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়?

A ২০০৫ সাল

B ২০০৭ সাল

C ২০১২ সাল

D ২০০৬ সাল

Solution

Correct Answer: Option D

- হামাস ২০০৬ সালের ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে (Palestinian legislative elections) সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে।
- পরবর্তীতে ফাতাহের সঙ্গে সংঘাতের জের ধরে ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার কার্যত নিয়ন্ত্রণ গ্রহণ করে।
- তাই নির্বাচন জয়ের বছর ২০০৬; আর গাজার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় ২০০৭ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions