মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতির শাসনামলে সিআইএ (CIA) প্রতিষ্ঠিত হয়?
A ডুইট ডি. আইজেনহাওয়ার
B ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
C জন এফ. কেনেডি
D হ্যারি এস. ট্রুম্যান
Solution
Correct Answer: Option D
- সিআইএ (Central Intelligence Agency) প্রতিষ্ঠিত হয় ২৬ জুলাই, ১৯৪৭ সালে National Security Act-এর মাধ্যমে, যা প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান স্বাক্ষর করেছিলেন।
- একই আইনে National Security Council (NSC) গঠন এবং সামরিক কাঠামোতে বড় ধরনের সংস্কার (পরে Department of Defense) শুরু হয়।