এক কথায় প্রকাশ করুন: 'যা বলা হয়নি'

A অউক্ত

B অনুক্ত

C ব্যক্ত

D উক্ত

Solution

Correct Answer: Option B

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ 
যা বলা হয়নি = অনুক্ত।
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।
যা বলা হয়েছে = উক্ত।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions