Solution
Correct Answer: Option B
- ‘পা অর্থাৎ শেকড় দ্বারা পান করে যে’ এক কথায় - পাদপ।
- অর্থ: বৃক্ষ; গাছ, উদ্ভিদ।
আরও কিছু এক কথায় প্রকাশঃ
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা