দাম বাড়লে যে সকল পণ্যের বিক্রয় বাড়ে, সেগুলোকে বলা হয় -
A প্রয়োজনীয় পণ্য
B ক্যাপিটাল পণ্য
C শপিং পণ্য
D গিফেন পণ্য
Solution
Correct Answer: Option D
গিফেন দ্রব্য:
- এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়।
- অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।