‘প্রাপকের হিসাবে দেয়’ কথাটি কোন ধরণের চেকে লেখা থাকে?
Solution
Correct Answer: Option D
- দাগকাটা চেক হলো সেই চেক যেখানে ‘প্রাপকের হিসাবে দেয়’ কথাটি লেখা থাকে।
দাগকাটা চেক (Crossed Check):
- এই ধরনের চেকের উপর দুটি লাইন আঁকা থাকে, যা চেকের অপরপাশে সঞ্চালন বা ন্যস্ত করার নির্দেশ দেয়।
- অর্থাৎ, এই চেকটিকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রাপকের হিসাবের মধ্যে জমা দিতে হয়।
- চেকের উপর “প্রাপকের হিসাবে দেয়” কথাটি লেখা থাকলে, তা সোজা টাকার লেনদেনের জন্য ব্যবহার করা যাবে না; এটি শুধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রাপকের হিসাবের মধ্যে জমা দেওয়ার জন্য ব্যবহার করা হয়।