কোনটি অস্থায়ী মেমোরি?

A RAM

B ROM

C Drive

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

RAM হচ্ছে অস্থায়ী মেমোরি।

• RAM:
- এর পূর্ণরূপ হচ্ছে Random-Access Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়।
- একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয়।
- RAM কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: static RAM (SRAM) এবং dynamic RAM (DRAM)।

• অন্যান্য অপশন আলোচনা:
• ROM:
- এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও তথ্য মুছে যায় না।
- একে নন-ভোলাটাইল বা স্থায়ী মেমোরি বলা হয়।
- যেমন: MROM, PROM, EPROM, EEPROM.

• Hard Disk বা Drive:
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions