মানুষ মরণশীল। এ বাক্যে 'মানুষ' শব্দটি কোন লিঙ্গ?
A পুংলিঙ্গ
B স্ত্রীলিঙ্গ
C উভয় লিঙ্গ
D ক্লীব লিঙ্গ
Solution
Correct Answer: Option C
- যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বুঝাই তাই উভয়লিঙ্গ ।
- 'মানুষ মরণশীল ' বাক্যে 'মানুষ ' শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বুঝায় ।