আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?

A ৫ জুলাই

B ২১ মার্চ

C ৫ জুন

D ২১ জুন

Solution

Correct Answer: Option C

• আন্তর্জাতিক পরিবেশ দিবস- ৫ জুন।

• বিশ্ব পরিবেশ দিবস:

- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment.
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions